Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সন্তোষপুর ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী চিতলমারী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সন্তোষপুর ইউনিয়ন । বিগত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকাটি ছিল সম্পূর্ন শত্র মুক্ত এলাকা। কাল পরিক্রমায় আজ সন্তোষপুর ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম –  ৭ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৯.০০ (বর্গ কিঃ মিঃ)।

গ) লোকসংখ্যা – ২৬,৮৬৪ জন, পুরুষ- ১৩,৮৯৭ জন, মহিলা- ১২,৯৬৭ জন।

ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা - ১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অটো ভ্যান/মাহিন্দ্রা/ইজি-বাইক/অটো ।

জ) শিক্ষার হার – ৫০%। 

   শিক্ষা প্রতিষ্ঠানের বিবরণঃ

   সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,    

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা- ৫টি,

    এতিম খানা- ২টি,

    মহাবিদ্যালয়- ১টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাবা বিউটি আক্তার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) নতুন সন্তোষপুর ইউনিয়ন কাউন্সিল কমপ্লেক্স ভবনের উদ্বোধনকাল –  ০৬ ফেব্রুয়ারী ২০১৬ ইং (২৪ মাঘ ১৪২২ বঙ্গাব্দ)।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১১/০৫/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৯/০৫/২০১৬ ইং

                                    ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১০/০৫/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             ১) কাটিপাড়া, ২) আদিখালী, ৩) সন্তোষপুর, ৪) সাড়েচারআনী, ৫) নাছিরপুর,

             ৬) লড়ারকুল,  ৭) বাবুয়ানা, ৮) দরি উমাজুড়ী, ৯) গরীবপুর, ১০) পিঁপড়ারডাঙ্গা,    

             ১১) কীর্ত্তনখালী, ১২) উমাজুড়ী, ১৩) বটতলা, ১৪) বাঁশবাড়িয়া, ১৫)  কচুড়িয়, ১৬) চরকচুড়িয়া

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

               ৪) ইউ.ডি.সি -১

               ৫) গ্রাম আদালত সহকারী -০১